ব্যাপক আলোচনা ও নানা সমালোচনার পর শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এমন ঘটনা তাৎক্ষণিকভাবে টিপুর সাথে থাকা কয়েকজন কর্মী তাদের নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, “টিপু কিছু নিজস্ব বিশেষ পেশার লোকজন দিয়ে কখন কোথায় মিছিল মিটিং, সমাবেশ, অগ্নি সংযোগ হবে সকল ছবি ও সংবাদের জন্য নির্দিষ্ট অংকের অর্থে লালন পালন কারী একটি চক্র সদর থানা পুলিশের সাথে সোর্স হিসেবে কাজ করে টিপুকে গ্রেফতার করায় । পুলিশের পক্ষ থেকে টিপুকে ধরার জন্য ২০ হাজার টাকার প্রস্তাব ও ছিলো ওই বিশেষ পেশার নামধারী সোর্সের প্রতি । টিপু দীর্ঘদিন যাবত আন্দোলনের নামে কেন্দ্রীয় বিএনপি ও আড়াইহাজারের বাইত্যা ইন্দুর হিসেবে পরিচিত বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেটে ভারী করে । এমন ক্ষোভ থেকেই টিপুকে গ্রেফতার করতে মূখ্য ভূমিকা পালন করে ওই বিশেষ পেশার নামধারী সোর্স ।’
বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে সকালে মিছিল বের করার সময় টিপুকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। অবরোধ ও হরতালে বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও টিপু ছিল সক্রিয়। তিনি অবরোধ ও হরতাল সমর্থনে মশাল মিছিল সহ পিকেটিং করতে দেখা গেছে। একই সাথে আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে ছিলো অসংখ্য অভিযোগ ।
বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করার চেস্টা করে টিপু। এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় মিছিলের জন্য আসা নেতাকর্মীরা পালিয়ে গেলে আর কেউ গ্রেপ্তার হয়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করার চেস্টার সময় টিপুকে আটক করা হয়েছে। সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে বিস্তারিত জানানো হবে।









Discussion about this post