মটর সাইকেল যোগে মহাসড়কে প্রায়ই ঘটে ছিনতাই। গণপরিবহনে থাপ্পা পার্টির দৌড়াত্মের ঘটনা অনেককেই করেছে নিঃস্ব। এমন অসংখ্য ঘটনার পর এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ছিনতাইকালে দুজন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রামমুখী লেনের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢাল থেকে আটক করা হয় এদের।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন।
আটককৃত ছিনতাইকারী হলেন, ফরিদপুর জেলার আবুল আহমেদের ছেলে আকাশ আহমেদ অভি (২৩) এবং যাত্রাবাড়ী থানার জাফর ইকবালের ছেলে মো. আবিদ হাসান (২২)।
এরা দীর্ঘদিন যাবত ছিনতাই কর্মকাণ্ডের যাথে যুক্ত বলে স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে।
শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন জানান, আটককৃত ছিনতাইকারীরা কাঁচপুর ব্রিজের ঢালে দুজন পথচারীকে আটকে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে হাতেনাতে আটক হন। এরা স্বীকার করেছেন, তারা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকেন।
আটককৃত এবং তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল ও ছিনতাইকৃত মোবাইল সিদ্ধিরগঞ্জ থানার ডিউটিরত পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে ।









Discussion about this post