নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার তল্লায় নির্মাণাধীন ছয় তলা ভবনের চতূর্থ তলা থেকে নীচে পরে মোঃ বাহাদুর খান (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৫ টায় ফতুল্লা মডেল থানার নতুন কোর্ট সংলগ্ন আক্তার হোসেনের মালিকানাধীন নির্মাণধীন ভবনে।
নিহত মোহাম্মদ বাহাদুর খান জামালপুর জেলার মেলাহন্দ থানার হুটিয়ারকান্দার সৈয়দ হাজীর পুত্র। সে স্বপরিবারে তল্লা আজমেরীবাগস্থ হক মিয়ার বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো।
স্থানীয় প্রতক্ষদর্শীদের বর্নণা মতে, ছয়তলা ভবনের চতূর্থ তলার কাজ চলছিলো।
শনিবার বিকেল পাঁচটার দিকে কাজ করার সময় ভবনটির চতূর্থ তলা থেকে নিচে পরে যায় নিহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ বাহাদুর খান। ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।









Discussion about this post