নারায়ণগঞ্জে রংয়ের কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. তারেক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল মতিন জানান, সকালে স্টিল বিল্ডিংয়ের রংয়ের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তারেক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত তারেকের গ্রামের বাড়ি মাগুরা সদর জেলায়। তার বাবার নাম মো. হারুন মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিস্তারিত আসছে……
Discussion about this post