আর মাত্র তিন দিন বাকি কোরবানির ঈদের। তাই ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন কামার পাড়ায় ব্যস্ত সময় পার করছেন কামাররা।
চলছে দা, বটি, ছুরিসহ কোরবানির পশুর মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ। আর তাদের এ ব্যস্ততা থাকবে ঈদের দিন পর্যন্ত।
চলছে দা, ছুরি, বটি, চাপাতি তৈরি ও শান দেয়ার কাজ। গাইবান্ধার কামার শিল্পীদের চিত্র এটি। ঈদকে সামনে ব্যস্ত সময় পার করছেন তারা।
নতুন সরঞ্জাম তৈরি এবং পুরোনোগুলোতে শান দেয়ার এই কর্মযজ্ঞ চলবে ঈদের দিন পর্যন্ত। তবে কামাররা বলছেন, বাজারে রেডিমেড দা, বটি, ছুরি আসায় হুমকির মুখে পড়েছে তাদের পূর্বপুরুষের এই ব্যবসা।
একজন কামার বলেন, বর্তমানে খুব কম দামে রেডিমেড সরঞ্জাম কিনতে পাওয়া যায়। সবাই রেডিমেডগুলোই বেশি নিচ্ছে।
অবশ্য কামারদের ওপর থেকে আস্থা হারায়নি গ্রাহকরা। পুরাতন সরঞ্জামকে শান দিতে কামারের দোকানে ভিড় করছেন তারা। অনেকেই বানিয়ে নিচ্ছেন নতুন ছুরি, চাপাতি।
আকার ভেদে পশু জবাই করা ছুরি ৮০০ থেকে এক হাজার টাকা এবং হাড় কোপানো চাপাতি, দা ৬০০ টাকা এবং চামড়া ছাড়ানো চাকু ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দামের বিষয়ে না তাকিয়ে ছুড়ি, দা, চাপাতিসহ অন্যান্য সামগ্রী ক্রয় করতে কিংবা ধারালো করতে অর্থাৎ শান দিতে ভীড় দেখা যায় লক্ষনীয়ভাবে।
Discussion about this post