মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মাদক মামলায় মামলায় ফতুল্লার নয়ন (৪৭) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জ আদালত।
একই সাথে এই আদেশে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার ২৮ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এই দন্ডাদেশ প্রদান করেন ।
দন্ডাদেশ ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নয়ন আদালতে উপস্থিত ছিলেন। নয়ন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকার মো. ছালামের ছেলে।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর আব্দুর কাইউম জানান, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।









Discussion about this post