আড়াইহাজার থানা পুলিশ শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার পৌর সদরের গাজীপুরা থেকে ছাত্রদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ।
গ্রেফতারকৃতরা হলো : গাজিপুরা এলাকার জামালের পুত্র ও সরকারী সফর আলী কলেজের ছাত্র সংসদের সম্ভাব্য ভিপি পদপ্রার্থী জাইফুল ইসলাম রাহুল (২০) এবং ইয়াবা ব্যবসায়ি উপজেলার মারুয়াদী এলাকার তুসিম রহমান জয় (২০)। তিনি ওই এলাকার আওলাদ হোসেনের পুত্র।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক সৈকত জানান, তার নেতৃত্বে একদল পুলিশ রাত্রী কালিন ডিউটি চলাকালে ভোররাত অনুমান ৩টায় ওই এলাকায় যান। এ সময় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাত আরও একজন হাফপ্যান্ট পরিহিত অবস্থায় একটি হোন্ডা যোগে যাচ্ছিলেন। পুলিশ তাদের সিগন্যাল দিলে চালক হোন্ডা থামালে পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
আটককৃত দুজনের দেহ তল্লাশী করলে জয়ের কাছ থেকে ১৫ পিস এবং রাহুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। একই সঙ্গে তাদের বহনকারী হোন্ডাটিও জব্দ করা হয়। আজ ২১ জুন শনিবার দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।









Discussion about this post