নারায়ণগঞ্জ শহর যে মগের মুল্লুক তা আবারো প্রমাণ করলেন এলিট ক্লাব হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ক্লাবের গুটি কয়েক সদস্য।
মটর সাইকেল আরোহী এক ক্লাব সদস্য ও ব্যবসায়ী পলাশ দত্ত রাত পৌনে ১১টায় শহরের ২ নং রেল গেইট থেকে চাষাড়া যাওয়ার পথে হঠাৎ নারায়ণগঞ্জ ক্লাবের ভিতর থেকে সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মোহাম্মদ আলীর গাড়ি মটর সাইকেলকে চাপা দেয় ।
মটর সাইকেল আরোহী পলাশ দত্ত ও টুটুলের মাথার হেলমেট ভেংগে গেলেও তাদের উদ্ধার না করে নারায়ণগঞ্জ ক্লাবের অপর মেম্বার শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা ও নয়ামাটি এলাকায় থান কাপড়ের ব্যবসায়ী মহিউদ্দিনসহ আরো কয়েকজন ক্লাব গেইট থেকে দৌড়ে এসে আহতদের উদ্ধার না করে উল্টো মটর সাইকেল আরোহীকে লাথি মারতে থাকাকালে পথচারীদের অনেকেই শিল্পপতি মোহাম্মদ আলীর গাড়ি আটক করে ড্রাইভারকে মারতে এগিয়ে এলে মোহাম্মদ আলী নিজে সকলকে থামিয়ে দ্রুত এলাকা থেকে সটকে পরলে উত্তেজনা আরো বৃদ্ধি পায় । এ সময় অনেকেই বলেন, নারায়ণগঞ্জ যে মগের মুল্লুক তা আবারো প্রমাণ করলেন এলিট ক্লাব হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যরা।
এমন ঘটনায় উত্তাপ ছড়িয়ে পরলে মহিউদ্দিন নিজেই স্বীকার করে উপস্থিত অনেকের সামনেই উপস্থিত অনেক সাংবাদিকদের বলেন, মোহাম্মদ আলীর গাড়ির সাথে চাপা লাগাতেই আমি লাথি মেরেছি ।
আহত ক্লাব সদস্য টুটুল ও পলাশ দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, এগুলি কেমন সভ্যতা ! নূন্যতম সভ্যতা যাদের মধ্যে দেখা যায় না তারা নিজেদের এই সমাজের এলিট মনে করেন কি করে । আমরা অবশ্য ই বিচার দাবি করছি । আগামীকাল মংগলবার বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ।
এ সময় নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য শহিদুল্লাহসহ অনেকেই হতভম্ব হয়ে পরেন ।
পরবর্তীতে ক্লাবের ভিতরে ভেংগে যাওয়া মটর সাইকেল ও আহতদের নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে সদস্যরা।
ঘটনার মীমাংসার দায়িত্ব নেয়া ব্যবসায়ী হৃদয় আহমেদ নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, “আহত পলাশ আমার ঘনিষ্ঠ বন্ধু । কেন যে মহিউদ্দিন এমন ঘটনা ঘটলেন আমরা নিজেরাও লজ্জিত । সকালে মোহাম্মদ আলী ভাই ক্লাবে আসবেন এ বিষয়ে কথা হিয়েছে ক্লাব সভাপতির সাথে । আশা করছি ঘটনাটি মীমাংসা হয়ে যাবে ।”









Discussion about this post