বিদেশ ফেরত প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে সরকারিভাবে নির্দেশ দেওয়া হলেও যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বৈঠকে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে বরিবার বিকেলে সদর উপজেলার চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি
নারায়ণগঞ্জ জেলায় জলাবদ্ধতা নিরসন নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
আওয়ামী লীগের নেতারা জানান, গত ১৪ জুন স্ত্রী সালমা ওসমান লিপিকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান এমপি শামীম ওসমান। সেখানে ১৬ জুন নারায়ণগঞ্জ প্রবাসীদের উদ্যোগে শামীম ওসমানকে সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল শনিবার দুপুরে নিউইয়র্ক থেকে দেশে ফেরেন তিনি। রাতে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের সদর উপজেলা পরিষদে যান এমপি শামীম ওসমান। পরে সেখানে সদর উপজেলা পরিষদের ইউএনও, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।
বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। প্রথমে তিনি জেলা প্রশাসকের নিজে কক্ষে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি ডিসির সঙ্গে জলাবদ্ধতা নিরসন নিয়ে বৈঠকে প্রধান অতিথির চেয়ারে বসেন। তার বাম পাশেই বসে ছিলেন জেলা প্রশাসক।’
প্রায় দেড় ঘণ্টার ওই সভায় বক্তব্য রাখেন শামীম ওসমান। সভা শেষে বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সেখান থেকে বের হয়ে যান তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এ নির্দেশ না মানলে জেল-জরিমানার কথাও বলা হয়েছে।’
যারা বিদেশ থেকে আসছেন তাদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গগণমাধ্যম কে বলেন, ‘যদি কেউ বাইরে থেকে আসেন সেক্ষেত্রে ইমিগ্রেশন থেকে যদি আমাদের কাছে পাসপোর্টের কপি তালিকাসহ পাঠানো হয় তাহলে আমরা অবশ্যই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করি।’
এমপি শামীম ওসমানের হোম কোয়ারেন্টিনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে সিভিল সার্জন বলতে পারবেন।’
নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জে দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে। অবশ্যই সবাইকে লকডাউন মেনে চলতে হবে। করোনা সুরক্ষায় বিদেশ থেকে যারা আসছেন তাদের কোয়ারেন্টিনে থাকা উচিত।’
পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সঙ্গে আবারও যোগাযোগ করা হলে তিনি এই সংবাদদাতাকে বলেন, ‘তাহলে সিভিল সার্জনের বক্তব্য অনুযায়ী আপনি রিপোর্টে লিখে দিন যে কোয়ারেন্টিনে থাকা দরকার ছিল। আমরা হোম কোয়ারেন্টিন নিশ্চিত করছি। তবে তিনি (শামীম ওসমান) যদি ডাবল ডোজ (করোনা ভ্যাকসিন) গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে যে বিধান আছে সেটাই অনুসরণ করা হচ্ছে।’
এ বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
সূত্র : দ্য ডেইলি স্টার








Discussion about this post