নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত অন্তত নয়জন নিখোঁজ আছেন।
বুধবার (৫ জানুয়ারী) বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি।
লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চটির নাম এমভি ফারহান-৬। এর মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। গতকাল মঙ্গলবার রাতে ভোলা থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা দুই ইঞ্জিন বিশিষ্ট লঞ্চটির একটি ইঞ্জিন নষ্ট ছিল। সদরঘাট আসার পথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় বলে লঞ্চ কর্তৃপক্ষের দাবি।
এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে গোলাম কিবরিয়া টিপু গণমাধ্যমকে বলেন, ভোর চারটায় লঞ্চটির সদরঘাটে পৌঁছানোর কথা ছিল। যাত্রাপথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। নষ্ট ইঞ্জিন ও ঘন কুয়াশার কারণে লঞ্চটি নির্ধারিত সময় থেকে অন্তত ৫ ঘণ্টা পিছিয়ে ছিল। সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চটি ধর্মগঞ্জ ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ যাত্রীবাহী একটি ট্রলার লঞ্চের সামনের অংশে এসে ধাক্কা খায়। তখন লঞ্চটির লোকজন সেখানে থেমে গিয়ে বয়া ফেলে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেন।
এদিকে ঘটনাস্থলে আসা স্বজনদের কাছ থেকে অন্তত নয়জন নিখোঁজের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে এক বছরের শিশুসহ এক পরিবারের চারজন আছেন।
আজ বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ ট্রলারটি শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমাদের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ আছেন । এরা হলেন- আব্দুল্লাহ ২২, মোতালেব ৪২, সাব্বির ১৮, বিল্লাল হোসেন, জেসমিন আক্তার (৩২), তামীম খান ৮, তাফসিয়া ২, তাসমিম ওরফে তাসলিমা ১৫ ও আওলাদ (২৮)।
সাঁতরে তীরে ওঠা দ্বিন ইসলাম বলেন, ট্রলারে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আসার পর হঠাৎ ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না। ট্রলারটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। এ সময় মানুষে চিৎকারে লঞ্চ থেকে বয়া ফেলা হয়। পরে ঘাটে থাকা অন্য একটি ট্রলার এসে অনেককে উদ্ধার করে। এর মধ্যে এক নারী ও দুই যুবককে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা লঞ্চটিকে আটক করা এবং চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করছি কুয়াশার কারণে ঘটনাটি ঘটতে পারে। আমাদের উদ্ধার কাজ চলমান আছে।








Discussion about this post