এমন কুখ্যাত অপরাধীরা কোন কোন নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে নিজেদেরকেও প্রভাবশালী ভাবতে শুরু করে । এমন ভাবনা থেকেই ধরাকে সরাজ্ঞান মনে করে যা খুশি তা করে বেড়ায় । এমন অপরাধীর সংখ্যা অসংখ্য । প্রভাবশালী নেতা, আধা নেতা, পাতি নেতা, নেতাদের চেলা চামুণ্ডাদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে মিজানুর রহমান দিপু ওরফে মিজানের মতো ছিচকে অপরাধীদের এখন ই থামানো জরুরী । নইলে এই ছিচকে অপরাধীরা ভয়ংকর অপরাধী হয়ে উঠবে
সংবাদ প্রকাশের জের ধরে ‘নারায়নগঞ্জ টুডের’ সম্পাদক সীমান্ত প্রধানকে সিদ্ধিরগঞ্জের একাধিক মামলার আসামী মিজানুর রহমান ও তার সহযোগি শরিফ হোসেন হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে মঙ্গলবার (১১ জানুয়ারি) ‘নারায়নগঞ্জ টুডে`র সম্পাদক সীমান্ত প্রধান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং- ৪৭৬।
জানা যায়, গত সোমবার নারায়ণগঞ্জ টুডে থেকে প্রকাশিত ‘বাড়ছে বহিরাগতদের আনাগোনা, সুষ্ঠু ভোটে শঙ্কা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন রাত ১১টা ৪৮ মিনিটে মিজানুর রহমান দিপু এবং ১২ টা তিন মিনিটে শরিফ হোসেন সাংবাদিক সীমান্ত প্রধানের মুঠোফোনে পৃথক সময়ে ফোন করে হুমকি প্রদান করে।
এ বিষয়ে সাংবাদিক সীমান্ত প্রধান জানান, তারা সকলেই উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী গোছের ব্যক্তি। কিশোর গ্যাংয়ের প্রশয়দাতা। এছাড়াও তারা নিজেদেরকে একটি প্রভাবশালী পরিবারের লোক হিসেবে পরিচয় দিয়ে থাকে। তাদের এমন হুমকিতে আমি ভীত। বিষয়টি জানিয়ে সদর মডেল থানায় জিডি করি।
তিনি অারও জানান, সংবাদটি স্থানীয় এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মিজান, শরিফ ও বসু নামক তিন ব্যক্তির নেতৃত্বে বহিরাগতদের অানাগোনা বৃদ্ধি পেয়েছে ৫ নং ওয়ার্ডে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই সংবাদটি প্রকাশিত হয়। এবং সংবাদে প্রশাসনের দৃষ্টি অাকর্ষণ করা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে উঠে ওই ব্যক্তিরা।









Discussion about this post