নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিয়ারনগর এলাকায় শনিবার দুপুরে দুস্থ ও অসহায় নারীদের কল্যাণে আশ্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সামাজিক সংগঠন বিকশিত নারী সংঘের উদ্যোগে এ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিকশিত নারী সংঘের চেয়ারম্যান তাওফিকা শাহেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মানিকগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবু সিদ্দিক মোল্লা, উত্তরা ব্যাংকের ম্যানেজারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, কোনো বাবা-মা আশ্রয়কেন্দ্রে থাকবে এমনটি আমি চাই না। এটি ভাবতেও খারাপ লাগে। তবু সময়ের প্রয়োজনে সমাজের বাস্তবতায় এ ধরনের প্রতিষ্ঠানের দরকার রয়েছে।
ইতোমধ্যে সোনারগাঁওয়ে সরকারি উদ্যোগে আশ্রয়কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বিকশিত সংস্থার এ আশ্রয়কেন্দ্রে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার বলেন, আপনার সন্তানের জন্য সম্পদ রেখে যাবেন না। বরং তাদের সম্পদে পরিণত করুন।
তবেই শেষ বয়সে ভালো থাকতে পারবেন। সমাজের কল্যাণ হবে। পাশাপাশি সন্তানকে মাদক থেকে বিরত রাখবেন।









Discussion about this post