‘আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই ৷ সেজন্য আমাদের জিব টেনে ছিঁড়ে ফেলবে বলে হুমকি দেয় ৷ খোকন সাহা জিব কেটে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেবেন বলেন ৷ আসেন দেখি আপনার বুকের পাটা কতটুকু, তা আমরা দেখতে চাই ৷’
এভাবেই কঠোর ভাষায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বক্তব্য দিয়েছেন।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে এমন মন্তব্য করেন।
এ সময় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম আরও বলেন, ‘শামীম ওসমান অনেক কথা বলেছেন কিন্তু সাংবাদিক সম্মেলনে আপনি আসতে পারেন নাই, ত্বকী হত্যার বিচার চান, বলতে পারেন নাই৷ চ্যালেঞ্জ করেছিলাম আপনাকে ৷ আপনি তা না করে উদ্ভট কথাবার্তা বলেন ৷ আপনার দিন শেষ হয়ে গেছে, এর আলামতও আমরা পাচ্ছি ৷’
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মিস্টার মোহাম্মদ আলী নাকি কিং মেকার, উনি নাকি মুক্তিযোদ্ধা৷ রফিউর রাব্বি প্রশ্ন করেছিলেন তার উত্তর দিতে পারেন না৷ কোন সেক্টরে, কার আন্ডারে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন সে উত্তর দিতে না পেরে রফিউর রাব্বিকে রাজাকার বলে গালি দিয়েছেন৷ স্বাধীনতার পরে আদমজীতে ডাকাতি কে করেছিল? চোরের মার বড় গলা হতে পারে না৷ আপনার লজ্জা হওয়া উচিত ৷’
মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘ওয়ান-এলিভেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনি ৷ এখন ওসমানদের পা চেটে চেটে চলতে হয় আপনার ৷ রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর মিশনে নেমেছেন ৷ রাজাকার রাজাকারই আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই ৷ মুক্তিযোদ্ধাদের মান-সম্মান নিয়ে খেলবেন না ৷’
তিনি বলেন, ‘আমরা ত্বকী হত্যার বিচার চাই৷ যত নাটক সাজান, বোমা হামলা করেন, সবুজের ছেলের গায়ে হাত তোলেন, আমাদের মেরে ফেললেও ত্বকী হত্যার বিচার দাবি থেকে এক চুলও নড়বো না৷’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ত্বকী হত্যার বিচারের নির্দেশ দিন৷ ওসমান পরিবারকে না দেখে নারায়ণগঞ্জের মানুষের দিকে তাকান ৷ ত্বকী হত্যার বিচার হতেই হবে৷ আপনার সরকার আমলেই হবে৷’









Discussion about this post