নিজেদের মনের মতো ভর্তি বাণিজ্য করতে না পেরে এবার ঐতিহ্যবাহী নারায়ণঞ্জ হাই স্কুলের এক শিক্ষকের উপর হামলা করেছেন অভিভাবক প্রতিনিধি সরকার আলম ও সাদত বাবু । এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে নারায়ণগঞ্জ হাই স্কুলের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ।
রোববার ১০ এপ্রিল দুপুরে এমন ঘটনায় নারায়ণগঞ্জ হাই স্কুল সহ পুরো নগরীতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় ।
সাম্প্রতিক সময়ে নানা কেলেংকারীর পর হামলা ও লাঞ্চনার শিকার শিক্ষক মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, বিদ্যালয়ে ভর্তি করার কথা ৬০ থেকে ৬৪ জন ছাত্র । সেখানে অভিভাবক প্রতিনিধিদের আবেদন ছিলো দেড় থেকে দুই শত জন । এমতাবস্থায় অনেকেই ভর্তির ক্ষেত্রে বাদ পরায় আমার উপর আলম ও বাবু আরো কয়েকজন বাদ পরা অভিভাবককে নিয়ে হামলা চালায়।
এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান শিক্ষক মাহবুবুর রহমান ।
এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, কাশেম জামাল বিদ্যালয়ের সভাপতি থাকাকালে একটি চক্র নানা পন্থায় ঐতিহ্যবাহী এই স্কুলের অর্থ লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। সেই চক্রের হোতারা এখনো পুরানো কায়দায় বিদ্যালয়ের অর্থ লুটপাট সহ ভর্তি বাণিজ্য করতে না পারায় সাংবাদিকদের ব্যবহার করে নানা অপপ্রচার চালিয়ে নিজেদের অবস্থান অটুট রাখার অপচেষ্টা চালাচ্ছে।
তৎকালীন সময়ে শ্যামল নামক এক অভিভাবকে নানাভাবে হয়রানী ও হুমকি ধমকিসহ ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে থানা হাজতে আটকের ঘটনাও ঘটায় এই চক্রের হোতারা ।
সেই পুরানো চক্র এবার ভর্তি বাণিজ্যের নামে অনেক অভিভাবকের কাছ থেকে আগাম অর্থ হাতিয়ে নিয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের উপর চাপ প্রয়োগ করতে থাকেন । এতে ব্যর্থ হয়ে রোবাবার দুপুরে শিক্ষক মাহবুবুর রহমানের উপর এমন হামলার ঘটনা ঘটায় সরকার আলম ও সাদাত বাবু ।
প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভূইয়া নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, এমন হামলার ঘটনাটি বিদ্যালয়ের সভাপতি বাবু চন্দন শীল কে অবহিত করা হয়েছে । তিনি যা সিদ্ধান্ত নেন সেই মতো ই ব্যবস্থা নেয়া হবে। আমি নতুন এসেছি তাই এর বেশি আর কিছু বলতে পারবো না।
উল্লেখ্য, এর পূর্বেও নারায়ণগঞ্জ হাই স্কুলের নারী অভিভাবক প্রতিনিধি দেলোয়ারা বেগম মায়া কে নানাভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ হুমকির ঘটনাও ঘটনায় সরকার আলম। এমন ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও কোন ব্যবস্থা না নেয়ায় এবার হামলার ঘটনার শিকার হলেন শিক্ষক মাহবুবুর রহমান।









Discussion about this post