নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ জলি আক্তার অনিতাকে (২৩) শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার নিহতের মা রুমি আক্তার বাদী হয়ে জামাতা আশিকুল্লাহকে আসামি করে বন্দর থানায় এ মামলা করেন।
এদিকে বুধবার লাশ উদ্ধারের পর বিকালে বন্দর স্কুলঘাট এলাকায় অভিযান চালিয়ে আশিকুল্লাহকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল আলম পাটোয়ারী আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।
এ সময় আশিকুল্লাহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এসআই সাইফুল আলম জানান, সাত বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকার আবুল কালামের মেয়ে অনিতার সঙ্গে বন্দরের কোটপাড়া এলাকার ওয়াজেদ আলীর বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে আতিকুল্লাহর বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে।
তিনি জানান, বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে আতিকুল্লাহ কারণে অকারণে অনিতাকে মারধর করতেন। গত বুধবার গভীর রাতে অনিতার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আতিকুল্লাহ। পরে লাশ গুম করার জন্য অজ্ঞাতনামা ২-৩ জনের সহায়তায় আলফাজ উদ্দিনের বাড়ির সামনে ময়লার স্তূপে নিয়ে লাশের গায়ে আগুন ধরিয়ে দেন।









Discussion about this post