২১ এপ্রিল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে শুনানী শেষে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মামলায় সমন জারির পর আদালতে হাজির না হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে তোলপাড়ের সৃষ্টি হয় নারায়ণগঞ্জে ।
গত চার দিন যাবৎ নারায়ণগঞ্জের সর্বত্র একই আলোচনা, “কি হবে নারায়ণগঞ্জের রাজনীতিতে ?” প্রবীন আইনজীবী ও আইনজীবীদের নেতা এবং আওয়ামীলীগ নেতা খোকন সাহার বিরুদ্ধে এমন ওয়ারেন্ট জারির বিষয়টি এখন টক অব দ্য টাউন ।
এমন ব্যাপক আলোচনা সমালোচনার পর শনিবার বিকেলে নগরীতে একটি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠানে সেই ওয়ারেন্টভুক্ত আসামী অ্যাডভোকেট খোকন সাহাকে পাশ বসিয়ে প্রখ্যাত আইনপ্রণেতা ও তুখোড় নেতা শামীম ওসমান নানাভাবে মামলার বাদী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর প্রতি বিষেদাগার প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। যা আজ রোববার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রায় ২০ টি দৈনিক পত্রিকায় প্রদান শিরোণাম ছিলো শামীম ওসমান – খোকন সাহা ও ওয়ারেন্ট প্রসঙ্গ।
রোববার সকাল থেকেই সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। অনেকেই বলেছেন আদালত কর্তৃক প্রবীন আইনজীবী ও আইনজীবীদের নেতা এবং আওয়ামীলীগ নেতা খোকন সাহার বিরুদ্ধে এমন ওয়ারেন্ট জারির আগে কি করলেন শামীম ওসমান ও তার সমর্থিত নেতারা ? আর খোকন সাহা যেহেতু একজন প্রবীন আইনজীবী সেক্ষেত্রে এই মামলাকে ঘিরে তার ভূমিকা আরো স্বচ্ছ থাকারও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই । আইনের প্রতি সকলেই শ্রদ্ধাশীল বললেও আসলে হচ্ছে টা কি ? এমন আলোচনা সমালোচনা করেছেন অনেকেই ।
ইফতার মাহফিললে যা বললেন শামীম ওসমান :
আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আওয়ামী লীগ যদি এক থাকে তখন সব শক্তি মোকাবিলা করা যায়। সমস্যা হচ্ছে ঘরের ভিতরে খন্দকার মোশতাকের বংশধররা। বঙ্গবন্ধুকে অন্য কেউ মারতে পারেনি। দরজা কিন্তু খুলে দিয়েছিল খন্দকার মোশতাকরা। আমাদের প্রস্তুতির সময় এসেছে। সামনে আঘাত আসবে। এ আঘাত সরকার হঠানোর আঘাত হবে না। এ আঘাত হবে বাংলাদেশকে ধ্বংস করার আঘাত। নারায়ণগঞ্জ চারদিক থেকে ঘেরাও করা আছে। তারা আমাদের টার্গেট করে। যারা হুমকি দিতে চান সংযত হন। আপনারা যদি ধ্বংসের পথে যান তাহলে আমরা শান্তির পথে খেলবো। এ খেলায় আমরাই জয়ী হবো।
এবাবেই শনিবার (২৩ এপ্রিল) শহরের চাষাঢ়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নারায়ণগঞ্জ শাখার ইফতার মাহফিলে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ।
ইফতার মাহফিল আলোচনা সভায় শামীম ওসমান আরো বলেন, আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ষড়যন্ত্রও সামনের এগিয়ে যাচ্ছে। চারদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছেন কৃষক লীগের মিটিংয়ে। উনি পরিষ্কারভাবে বলেছেন, সরকারকে উৎখাত করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বিএনপি-জামায়াত, জড়িত স্বাধীনতার বিপক্ষের শক্তিসহ অনেকে।

তিনি আরও বলেন, এ মোশতাকরাই কত সক্রিয় তা দেখলে বোঝা যায়। নারায়ণগঞ্জে ২৬ বছরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা যখন মামলায় হুলিয়া (সেলিনা হায়াৎ আইভীর করা মামলায় ওয়ারেন্টভুক্ত) প্রাপ্ত হন তখন বুঝি মোশতাকরা কোনো না কোনোভাবে অবশ্যই সক্রিয় আছেন।
শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বিএনপির নেতারা বক্তব্য দিয়েছেন। মির্জা আব্বাস সাহেব বলেছেন ঈদের পরে দেখাবেন আন্দোলন। আমরা এটার জন্য অপেক্ষা করছি। আমরা ছোটবেলার খেলোয়াড়। আপনারা কবে খেলতে নামবেন বলেন আমরা তো বলেছি খেলা হবে। আমরা খেলবো।
অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আরসালান ও মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।









Discussion about this post