গণপূর্ত বিভাগে এক সময়ের গডফাদার জিকে শামীমের তান্ডবের খবর কারো অজানা ন্য । সেই জিকে শামীম গ্রেফতারের পর নারায়ণগঞ্জ জেলার গণপূর্ত বিভাগের হাজার হাজার কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণ করে পারসেন্টিজ গ্রহন করায় গা ঢাকা দেয় একটি চক্র।
সেই চক্রের হোতাদের ইফতারের নামে আজ রোববার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জ আদালত চত্তরের গণপূর্ত বিভাগে বিশাল শোডাউনের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ গণপূর্ত কার্যালয়ে এমন ইফতার সম্পর্কে কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, মূলতঃ জিকে শামীমের ঘনিষ্ঠ সহযোগী নারায়ণগঞ্জের সালাউদ্দিন ইফতার মাহফিলের নামে শোডাউন করবে । এমন শোডাউনের ঘটনায় আতংক ছড়িয়েছে গণপূর্ত কার্যালয়ে ঠিকাদারদের মাঝে ।
এমন ইফতার মাহফিলের বিষয়ে নারায়ণগঞ্জ গণপূর্ত কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিনের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলেও ফোন গ্রহণ না করায় এমন ইফতার মাহফিলের নামে শোডাউন ও ঠিকাদারদের মাঝে আতংকের বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায় নাই।
তবে অফিস সহকারী জাকির হোসেন নিজেও কারো নাম উল্লেখ না করে ইফতার পার্টি হবে বলে জানান । একাধিক প্রশ্ন করলেও কারা ইফতার পার্টির আয়োজন করেছে তা তিনি বলতে চান না বলে জানান।
বিস্তারিত আসছে……..









Discussion about this post