নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. মাইন উদ্দিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৭ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। মো. মাইন উদ্দিন কুমিল্লার সদর দক্ষিণের ব্যাপারী বাড়ি এলাকার সোলেমান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় মাদক পরিবহণ করে আসছিলেন মো. মাইন উদ্দিন। তিনি আর্থিকভাবে লাভবান হতে দীর্ঘদিন ধরে ফেনসিডিল পরিবহন করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।









Discussion about this post