এলাকার আধিপত্য বিস্তার, জমি সংক্রান্ত বিরোধিতা, চাঁদাবাজির ভাগবাটোয়ারাসহ নানা কোন্দল কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সাবেক মেম্বার ও জেলা কৃষকলীগ নেতা দৌলত মেম্বার প্রতিপক্ষদের হামলায় খুন হয়েছেন ।
নারায়ণগঞ্জ সদর থানার ডিউটি অফিসার মোতালিব জানান, রোববার সন্ধ্যায় চর সৈয়দপুর এলাকায় একদল দুর্বৃত্ত তাকে পথে আটক করে বেদম প্রহার করে গুরুতর আহত অবস্থায় দৌলত মেম্বারকে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে।
মোতালেব আরো জানান, পুর্ব শত্রুতার জের ধরে ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দৌলত মেম্বারকে পিটিয়ে গুরুতর জখমকরে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে মারা যায় তিনি। দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দৌলত হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।
এই ঘটনায় একজন ব্যবসায়ী বলেন, আমি যখন মোক্তারপুর ব্রীজের ডাক নিয়েছিলাম তখন এই দৌলত মেম্বার চাঁদার জন্য নানা অপকর্ম চালাতো । শেষ পর্যন্ত বাধ্য হয়েই চাঁদা দিয়েই টোল প্লাজা চালাতে হয়েছে। আর দৌলত মেম্বার গত ২/৩ দিন আগে রুবেল নামের এক যুবক কে কুপিয়ে গুরুতর আহত করে । এই রুবেল স্থানীয় চেয়ারম্যান ফজর আলীর ঘনিষ্ঠ । ফজর আলীর নেপথ্যেই হয়তো এই দৌলত মেম্বার খুন হতে পারে । রুবেলের উপর হামলার পর ফজর আলী গিয়েছিলো দেখতে। ফজর আলীর সাথে পুলিশ ছাড়াও নেতাদের হাত থাকায় যত অঘটন ই ঘটুক না কেন তাকে ঠেকানো যায় না । এই খুনের নেপথ্যে ফজর আলীর হাত থাকতে পারে । খুর স্বচ্ছ তদন্ত করলেই বেড়িয়ে আসবে ফজর আলী জড়িত আছে কি না ।
তথ্য অনুযায়ী আরো জানা যায়,নারা গত ২০১৯ সালের ১ মে দিনগত রাতে তৎকালীন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ-এর নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুর এলাকায় ব্লকরেইডের মাধ্যমে দৌলত মেম্বারকে গ্রেফতার করেছিল। জেল হাজত খেটে কয়েক মাস পর তিনি জামিনে বের হন।
পুলিশ তখন জানিয়েছিল, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ৷ তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে৷ এতোদিন সে পুলিশের ধরাছোয়ার বাইরে ছিলো ৷
গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়েছে৷ সাবেক মেম্বার দৌলতের বিরুদ্ধে থানায় একটি হত্যা, ৩টি চাঁদাবাজি, ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে গোগনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ।









Discussion about this post