নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের চাপায় লিজা (২২) নামের এক পথচারীর মৃত্যু ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১৯ আগস্ট) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিজা কুমিল্লার বুড়িচংয়ের রামচন্দ্রপুর এলাকার আবুল হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সাইনবোর্ড এলাকায় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় ওই পথচারীকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। পরবর্তীকালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার ওই পথচারীকে চাপা দিলে আহত অবস্থায় তাকে প্রো-এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। তারপত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারী মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা সংগঠনকারী প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post