‘আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, বিএনপি ক্ষমতায় আসবে না।’ এভাবে জোড়ারো কণ্ঠে শামীম ওসমান চ্যালেঞ্জ ছুড়েছেন ।
শুক্রবার বিকেলে ফতুল্লার ডিএনডি এলাকা পরিদর্শন শেষে এক কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
হুঁশিয়ারি উচ্চারণ করেন শামীম ওসমান বলেন, ‘এমন কিছু করবেন না, ভালো হবে না । এতদিন কে বিএনপি করতো, কে আওয়ামী লীগ করতো ব্যাপার ছিল না। আমরা সবাই মিলেমিশে ছিলাম। কিছু লোক ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য ফতুল্লাকে সিটি করপোরেশন করতে চাচ্ছে। গিয়ে দেখেন ফতুল্লায় কত কোটি টাকার কাজ হয়েছে। সুতরাং এমন কিছু করবেন না, ভালো হবে না।
তিনি বলেন, ডিএনডির পানি কমে গেছে। অনেকে সুযোগ পেয়ে খারাপ কথা বলছেন। আমি খুব কষ্ট পেলাম। এ কাজটা করছে বাংলাদেশ সেনাবাহিনী। যদি এ কাজটি নিয়ে খারাপ কথা বলা হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে অপমান করা হয়। আশা করি, আপনারা আর এ ধরনের ভিত্তিহীন কথা বলবেন না।
স্থাণীয় সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে নাম প্রকাশ না করেই তিনি আরো বলেন, ‘এই এলাকার সুন্দর আলীকে হত্যা করা হয়েছে, মোজাফফর হোসেনকে হত্যা করা হয়েছে, আমাদের জাফর ভাইকে হত্যা করা হয়েছে। কে করেছে তা আমরা জানি। তাই এমন কিছু কথা বলবেন না যাতে মানুষের ধৈর্য্য কমে যায় । ধৈর্য্য শক্তি ভেঙে গেলে কিন্তু পরে সামাল দিতে পারবেন না। লাগাম দেন মুখে । রাজনীতি করেন ভালো, কিন্তু শান্তি বজায় রাখেন।
শামীম ওসমান বলেন, বিএনপি জামাত রাজনীতি করুক। তারা জাতির পিতার কন্যাকে নিয়ে যে সব কথা বলছে ! আমাদের বয়স হয়েছে, কিন্তু কলিজা ছোট হয়নি । মা বলে গো বলার সময় পাবেন না। নেত্রীকে গালি দিয়ে স্লোগান দেন ! দৌড় দিয়ে পোষাবে না । এ সময় খোঁচা দিয়ে কথা না বলার জন্য সাবধান করে দেন তিনি। জনগণ আমাদের ক্ষমতায় উৎস। যা করবো জনগণকে নিয়েই করবো ।
তিনি বলেন, আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। সামনে সময় খারাপ। একটা শ্রেণি আমাদের পরাধীন করতে চায়। সবাই এসে আমাদের এখানে কথা বলে। আমরা মাথানত করতে আসিনি।
বঙ্গবন্ধুর ডাকে পাকিস্তানি বাহিনী নাকে খত দিয়েছিল মন্তব্য করে শামীম ওসমান বলেন, মোশতাকের বংশধররা আছে । সাদা চামড়া দেখলেই গোলামি শুরু করে। গান গাওয়া শুরু করে। এটা স্বাধীন বাংলাদেশ।
আগামী তিন মাস সাবধানে থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আগামী তিন মাস কেয়ারফুল থাকেন। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। নির্বাচন বন্ধ করার জন্য অনেক খেলা হবে। তবে নির্বাচন হবে এবং জাতির পিতার কন্যাই প্রধানমন্ত্রী হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতিসহ প্রমুখ।









Discussion about this post