রূপগঞ্জ একটি মুরগির খামার থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
রোববার (৯ জুলাই) দুপুরে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির খামার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রূপগঞ্জের ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং একই থানার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটকরা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করতেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পেশাদার মাদক কারবারি।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নাম প্রকাশ না করার অনুরোধে মাছিমপুরের কয়েকজন প্রবীন জানান, এইটা তো মুরগীর খামার না, এটি ফেন্সীর আড়ৎ। এই আড়তে অনেক নেতারাও আসে এই গু-গোবর খাইতে। আর ফহিম আর এমদাদ তো এই আড়তের আড়ৎদার । এদের সাথে আরো অনেকেই আছে যারা এখন গা-ঢাকা দিয়েছে।









Discussion about this post