নারায়ণগঞ্জ শহরের দ্বিগু বাবুর বাজারে কয়েকটি পেঁয়াজের পাইকারি দোকানে অভিযান চালিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা প্রশাসন।
এসময় ক্রয় রশিদে গড়মিল ও পণ্যের মূল তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ ইবনে এনামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করে র্যাব ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।

এসময় অন্য ব্যবসায়ীদের সতর্কসহ ঢাকার শ্যাম বাজারের দুই ব্যবসায়ী বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসনে তথ্য দেয় ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, কিছু অসৎ ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
শহরের দিগু বাবুব বাজারে এমন খবর দ্রুত ছড়িয়ে পরলে নগরীর সকল বাজারের অসাধু পেঁয়াজ ব্যবসায়ীরা দোকালে তালা ঝুলিয়ে পলাতক থাকতে দেখা যায় । একই সাথে অসাধু পেঁয়াজ ব্যবসায়ীরা নিয়মিত যাদের মাসোয়ারা দিয়ে এমন অপরাধ কান্ড চালিয়ে আসছিলো তাদের সাথেও মুঠোফোনে শলা পরামর্শ চালিয়ে পরবর্তীতে কি করতে পারে তা নিয়েও আলোচনা চালায় বলেও অভিযোগ উঠেছে ।
নাম প্রকাশ না করার অনুরোধে একজন ব্যবসায়ী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই অসাধু ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে ।








Discussion about this post