আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান ও তাঁর ভাই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের পক্ষে লাগানো ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন সরানো হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে এমন অভিযান চালিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যানার ও ফেস্টুনগুলো খুলে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
অভিযানের সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান নির্বাচন করছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রোববার সকাল থেকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের পক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন খুলতে অভিযান চালানো হয়। নির্বাচন কমিশনের আচরণবিধি মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আনজুম সোহানিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিদ্যুতের খুঁটি, গাছে প্রার্থীর পক্ষে লাগানো রঙিন ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন খুলে নেওয়া হয়। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহরের চানমারী এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের লাগানো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির নামে শামিয়ানা টাঙিয়ে ক্যাম্প তৈরি করেছেন। সেখান থেকে শামীম ওসমনের ছবিসংবলিত ব্যানার খুলে ফেলা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সদর উপজেলার গোগনগর এলাকায় আচরণবিধি মনিটরিংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে সেলিম ওসমানের পক্ষে লাগানো ব্যানার–ফেস্টুন খুলে ফেলা হয়। ওই সব ফেস্টুনে প্রার্থীর রঙিন ছবিসংবলিত শুভেচ্ছা, সংবর্ধনা জানিয়ে লাগানো ফেস্টুন খুলে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন করে লাগানো ব্যানার–ফেস্টুন অপসারণ চলমান প্রক্রিয়া। যেসব জায়গায় প্রার্থীর ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন লাগানো রয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে।
উল্লেখ্য, রোববার গণমাধ্যমে প্রকাশিত ‘আচরণবিধি লঙ্ঘন, বিভিন্ন স্থানে ব্যানার–ফেস্টুন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন এলাকায় ব্যানার–ফেস্টুন অপসারণে অভিযান চালানো হয়। প্রার্থীদের পক্ষে লাগানো বিভিন্ন ব্যানার–ফেস্টুন খুলে নেওয়া হয়।









Discussion about this post