নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আসামি আলী আশরাফকে (২৮) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী আশরাফ সুনামগঞ্জ সদর থানাধীন আমপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ হাবিবুর রহমান জানান, গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এসময় কারাগারে থাকা ৮২৬ জন কারাবন্দিকে পালিয়ে যেতে সহায়তা করে দুর্বৃত্তরা। এর মধ্যে আলী আশরাফও ছিলেন।
তিনি আরও জানান, কারাগার থেকে পালিয়ে আশরাফ রূপগঞ্জের মৈকুলী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে মৈকুলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা ১৯ জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ করে অস্ত্র ও গুলি লুট করে। পাশাপাশি ৯ জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দিকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
গেলো সোমবার জেলা প্রশাসন কারাগার থেকে পলায়নকারী সব কারাবন্দিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরই পরিপ্রেক্ষিতে কয়েকশ কয়েদি আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করেন। এরইমধ্যে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। এছাড়াও দুই নারীসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুলাইয়ের ঘটনায় কারাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও আনুমানিক সাত হাজার গুলি লুট হয়। এর মধ্যে ছিলো ২০টি চায়না রাইফেল, ১৫টি রাইফেল এবং ১০টি শর্টগান। এ পর্যন্ত ৪৫টি অস্ত্র, এক হাজার ৯১টি গুলি, ২২৭টি গুলির খোসা, ২০টি ম্যাগাজিন ও ১০টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় দুই মামলাসহ পৃথক ১১টি মামলায় ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।









Discussion about this post