রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১ টা ২৫ মিনিট পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা গণমাধ্যমকে বিন জসিম বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ছাড়া সিদ্দিক বাজার থেকে টিটিএল ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এটি সহিংসতার আগুন।
ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বলেন, আজকে রূপগঞ্জের এমপি গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ আর আজকেই এমন অগ্নিকান্ড আসলেই কি ঘটেছে তা চিন্তা করাই কঠিন।









Discussion about this post