নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ফতুল্লায় নির্মানাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. মানিক মিয়া (৩৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুতুবপুরের শাহীবাজার আমতলা এলাকায় ইমরান হোসেনের মালিকানাধীন নির্মানাধীন ভবনে এ ঘটনা ঘটে।
মানিক মিয়া (৩৯) বাড়ি মুন্সিগঞ্জ জেলার চর সন্তোশপুরে । তার বাবার নাম মুজাফফর প্রধান। পরিবার নিয়ে শাহী বাজার আমতলার আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে বসবাস করেন মানিক মিয়া।
আজ বুধবার দুপুর দেড়টায় ছাদে কাজ করার সময় নিচে পড়ে যায় মানিক মিয়া। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মানিক মিয়াকে দেখে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ দেয়া হয়েছে।









Discussion about this post