তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রাবণ (১৮) নামে মসজিদের এক মুসল্লীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে আড়াইহাজার মার্কাস মসজিদে।
শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার গোপালদী থেকে গুরুতর আহত অবস্থায় শ্রাবণকে প্রথমে আড়াইহাজার, পরে ভুলতার ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শ্রাবণ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের মোক্তার হোসেনের পুত্র।
ঘটনার বিবরণে এলাকাবাসী জানায়, শ্রবণের বাড়ী ঘটনাস্থল থেকে অনেকটা দূরে হলেও সে বৃহষ্পতিবার রাতে সাড়ারাত এবাদত করার জন্য গোপালদী মার্কাজ মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে মসজিদেই থেকে যায়। সেখানে রাত ৩ টার দিকে তার মোবাইলে সময় দেখা নিয়ে স্থানীয় উলুকান্দি গ্রামের রফিকুলের ছেলে সিয়ামের সাথে তার তর্ক বিতর্ক হয়। এই কারণে ফজরের নামাজের পর সিয়াম, তার ভাই রমজান এবং তানভীর সহ আরো ১০/১২ জন মিলিত হয়ে মসজিদে ঢুকে শ্রাবণকে মারপিটে গুরুতর আাহত করে।
আহত শ্রাবণের খালাতো ভাই হৃদয় ও জহির উদ্ধার করে প্রথমে আড়াইহাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আনার পর সেখানে তার অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে আড়াইহাজার সরকারী হাসপাতালে পাঠায়।









Discussion about this post