রূপগঞ্জের পূর্বাচলে থেমে থাকা ট্রাকের পিছনে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রাকের হেলপার চান মিয়া নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পূর্বাচল তিনশ’ ফিট সড়কের ব্রাহ্মণখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে পূর্বাচল তিনশ’ ফিট সড়কের ব্রাহ্মণখালী এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পিছন দিকে ভুলতাগামী একটি মাছ বোঝাই চলন্ত ট্রাক সজোরে ধাক্কা। এতে মাছ বোঝাই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মাছ বোঝাই ট্রাকের হেলপার চান মিয়া। নিহত চান মিয়ার বাড়ি রাজশাহী জেলায়।
এমন খবরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। জব্দ করা হয়েছে ক্ষতিগ্রস্ত ট্রাকটি। দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাক চালক।









Discussion about this post