বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা শ্রমিক সজল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক ও শুনানি শেষে এই আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘সাবেক মেয়র আইভীর নির্দেশে ছাত্র জনতার উপর হামলা হয়। সজল হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মামলায় আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেছে।
সজল হত্যা মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে অর্থাৎ গত বছরের ২০ জুলাই বিকেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে জুতা কারখানার শ্রমিক সজল সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ওই ঘটনায় চলতি বছরের ১৬ মে নিহত সজলের মা বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জন ব্যক্তিকে আসামী করে মামলা করেন। ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সেই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।
আজ বুধবার আদালতের শুনানির ধার্য্য তারিখে আইভীর জামিনের জন্য আবেদন করেন তার পক্ষের আইনজীবী। সেই আবেদন জেলা আদালতে জামিন নামঞ্জুর করেন।
এ বিষয়ে আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘সাবেক মেয়র আইভীর জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছিলাম। স্বপক্ষে আমরা আদালতে যুক্তি উপস্থাপন করেছি। আমরা ন্যায় বিচার পাই নাই। তবে আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবো।’









Discussion about this post