আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কয়েকজন শীর্ষ নেতা।
এমন তথ্যটি নিজেই নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি (নাসিক) কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী । তিনি নগরী আলী আহমদ চুনকা মিলনায়তনে শেলাই প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পত্র ক্রয়ের বিষটি উল্লেখ করেছেন।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
২৮ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা না হলেও কমিশন বলছেন, আগামী সপ্তাহে তফসিল ও জানুয়ারীর মাঝামাঝিতে ভোট গ্রহণ হবে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
ওই সময়ে এসময় কেন্দ্রীয় যুবলীগের উপদেষ্টা কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু উপস্থিত ছিলেন।
এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের এক সভায় নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মেয়র পদে নৌকার চূড়ান্ত প্রার্থীর নাম।








Discussion about this post