নারায়ণগঞ্জ মহানগরীর শীর্ষ পাইকারী মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এবং ক্রসফায়ারে নিহত মমিন উল্লাহ ডেবিডের ভাগিনা পরিচয় ছাড়াও বিএনপি সরকারের শাসনামলের প্রতাপশালী নারী নেত্রী হেলেনা আক্তার দিদি পুত্র শাখাওয়াত ইসলাম রানাকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর সদস্যরা।
মাদক ব্যবসা হালাল করতে কয়েকজন বিশেষ পেশার নামধারীদের সহায়তা এবং বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে পুলিশের কাজে বাধা ও গাড়িতে অগ্নিসংযোগ করার মামলায় এই মাদক কারবারী নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত হোসেন রানা ধারাবাহিকভাবে নাশকতা করে পলাতক অবস্থান গ্রহণ করে।
এমন নাশকতার অসংখ্য অপরাধের পর বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সুত্রাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো: ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১০’র সদস্যরা রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের করা ফতুল্লা থানার মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শাখাওয়াত ইসলাম রানাকে গ্রেফতার করা হয়।
ফরিদ উদ্দিন আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত রানা ইতোপূর্বে বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন বলে স্বীকার করেন।
শাখাওয়াত হোসেন রানা গ্রেফতারের ঘটনায় মহানগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, ক্রসফায়ারে নিহত ডেভিড ও তার বোন হেলেনার কারনেই তৎকালীন সময়ে বিএনপির বিশাল ক্ষতি হয়েছে । আর সেই সাইনবোর্ড ব্যবহার করে রানা পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে মাদকের পাইকারী ব্যবসা করে আংগুল ফুলে কলাগাছ । আর ওই মাদকের টাকায় পদ পদবী ভাগিয়ে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনীতির না
Discussion about this post