ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সুপার লিগ চলাকালীন সময়ে সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে সাকিব আল হাসান কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে। এ সময় হঠাৎ এক দর্শক সেলফি তুলতে এলেই ঘটে অপ্রীতিকর ঘটনা।
সোমবার (৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ চলছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
৯টায় টস হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে হয়নি। গত রাতে বৃষ্টি হওয়ায় আউট ফিল্ড ভেজা থাকায় দেরিতে টস হয়।
টসের ২০ মিনিট আগে ঘটে এই ঘটনা। তখন দুই কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। বোলিং কৌশল নিয়েই যে কথা বলছিলেন, বাংলাদেশের তারকা অলরাউন্ডারের অ্যাকশন দেখেই বোঝা গেছে। সে সময় খেলোয়াড়বেশে এক দর্শক মাঠে ঢুকে পড়েন সাকিবের সঙ্গে সেলফি তুলতে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ছবি তুলতে মানা করলেও নাছোড় দর্শক তা শুনলে তো ! সাকিব মেজাজ হারিয়ে ভক্তকে গলাধাক্কা দিয়ে বের করে দেন। তাকে (ভক্ত) চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার।
ভক্তের ওপর তেড়ে যাওয়ার ঘটনা সাকিবের আগেও আছে ৷ এবারও স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হবে সমালোচনা। তবে এখানে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। এবার ডিপিএলেই ফতুল্লায় মাঠেই দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। খেলোয়াড় বেশে এলে নিরাপত্তাকর্মীরাও দ্বন্দ্বে পড়ে যান এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত !
Discussion about this post