অজ্ঞাত কারনে সাথী আক্তার (২৮) নামের দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছে ।
ঘটনাটি ঘটেছে মংগলবার (১৪ মে) রাত ১০টায় বন্দর থানার র্যালী আবাসিক এলাকায়।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জ এলাকায়।
স্বামী টিটু হোসেনের সাথে বন্দর র্যালী আবাসিক এলাকায় দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন এই গৃহবধূ। স্বামী টিটু হোসেন নারায়ণগঞ্জ শহরের দিগু বাবুর বাজারে কাচা তরিতরকারির ব্যবসা করেন।
এ ঘটনায় টিটু হোসেন জানান, কি কারণে সাথী আত্মহত্যা করলো তা বুঝতে পারছি না । তবে তার নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলো দীর্ঘদিন যাবত ।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা। নিহতের স্বজনরা সাথী আক্তার কে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ
Discussion about this post