`জনসাধারণকে আরও দায়িত্বশীল হতে হবে। তারা অধিকার বঞ্চিত হলে আমরা দেখবো। তবে কেউ গোপনে টাকা দিয়ে এসব কাজ করাবেন না। অনেক জমির মালিক অনুপস্থিত। আমাদের দায়িত্ব সর্বোচ্চ প্রচারণা চালানো। তবে এটা মালিকের দায়িত্ব। যার জমি রক্ষা করার দায়িত্ব কিন্তু তার। আমরা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা চাই। একটা পরিবার হিসেবে আমাদের সবার দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করবো। এ ব্যাপারে কোনো ছাড় হবে না।’
এভাবেই ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বুধবার (১৫ মে) দুপুরে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে এমন মন্তব্য।
ভূমিমন্ত্রী বলেন, আমরা এ প্রচারের জন্য পরিকল্পনা নিচ্ছি। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা হবে। এরপরেও কেউ না জানলে এটা আমাদের দায়িত্ব থাকবে না। যদি ত্রুটির কথা বলেন, সব জায়গায়ই কিছুটা ত্রুটি রয়েছে। তবে কে কতটা এটাকে কলুষিত করবে তা নির্ভর করবে ভোক্তাদের আন্তরিকতার ওপর।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা জহুরুল হক ও এশিয়া এরিয়া সার্ভের প্রজেক্ট ম্যানেজার মি. কংসহ অন্যান্যদের উপস্থিতিতে ভূমিমন্ত্রী আরো বলেন, আমরা চাই একটি ফ্রেশ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আসতে। আমরা চেষ্টা করছি। তবুও কিছুটা রয়ে যাবে। তবে এমন কেস অনেক কমে যাবে। পাশাপাশি আদালতে যারা যাবে তারাও চিন্তা করবে সমাধানের মাধ্যমে আমরাও এসে শামিল হই।









Discussion about this post