আদালতে জমি সংক্রান্ত মামলা বিচারাধীন এরপরেও জমি দখলের চেষ্টায় নারায়ণগঞ্জের একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জমি দখলের চেষ্টায় প্রায় এক মাস পূর্বে অবৈধ দখলে বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ ও নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ দাযেরের পর এবার সেবামূলক প্রতিষ্ঠান কুমুদিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেড এর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সরকারি প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ম-আহবায়ক ও বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি মোঃ মহসিন ভূঁইয়া।
লিখিত বক্তব্য পাঠ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য সচিব মানসুরা আহমেদ। সংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক ও বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এ কে এম শাহজাহান।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য জেসমিন আরা বেগম, বিআইডব্লিউটিসি ঢাকা মহা ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ রাশিদুর রহমান, চিফ অডিট অফিসার মুবেদুজ্জামান, বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী মোঃ মনজুরুল করিম, বিআইডব্লিউটিসি ঢাকার এজিএম (প্রশাসন) মোঃ আবদুল আলীম, বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জের এজিএম (বানিজ্য) মোঃ সায়েম মৃধা, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন চুন্নু, নৌ কারিগরি কল্যান পরিষদের সভাপতি মোসাহিদুল ইসলাম, বাংলাদেশ ইনল্যান্ড মাষ্টার ওয়েলফেয়ারের সেক্রেটারি আব্দুস সাত্তার, বিআইডব্লিউটিসি নাবিক এন্ড কর্মচারী ইউনিয়নের সেক্রেটারী আলাউদ্দিন মিয়া, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন সহ আরো অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া বিআইডব্লিউটিসি। ১৯৭২ সাল থেকে পিও-২৮ বলে অপরাপর কোম্পানীসহ দি পাক বে কোম্পানী কোম্পানী লিমিটেড এর সমুদয় সম্পত্তি বিআইডব্লিউটিসির উপর ন্যস্ত হয়ে মালিকানাপ্রাপ্ত হয়। অথচ বিআইডব্লিউটিসি’র নিজস্ব সম্পত্তি ৩ ও ৪ ঈশা খাঁ রোডস্থ বিআইডব্লিউটিসির জমিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বারবার অনুপ্রবেশের অপচেষ্টা করছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট বেঙ্গল (বিডি) লিমিটেড। বিআইডব্লিউটিসির জমিতে একাধিকার ৭০/৮০ জন লোক নিয়ে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে অস্থায়ীভাবে ঘর তুলে জায়গা দখলের চেষ্টা করেছে। যা একজন দানবীরের প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। আদালতে বিচারাধীন থাকার পরও কুমুদিনীর এমন কান্ডে তারা বিষ্মিত বটে। সংবাদ সম্মেলন থেকে কুমুদিনীর অপচেষ্টা বন্ধ করার জোর দাবী জানানো হয়।
এমন ঘটনায় কুমুদিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেড এর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া য়ায় নাই।
Discussion about this post