দীর্ঘদিন যাবত বিতর্কিত হাজারো অপকর্মের কারণে কেউ কোন সমালোচনা করার সাহস করতো না।
হাজারো অপকর্মের আখড়া হিসেবে পরিচিত এই নারায়ণগঞ্জ ক্লাবের অধিকাংশ সদস্যদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নগরীতে এই ক্লাবের সমালোচনা ছিলো তুংগে।
আর শামীম ওসমানের শ্যালক কুখ্যাত মাদক ব্যবসায়ী আমলাপাড়ার সুজিত সাহার অন্যতম শেল্টারদাতা তানভীর আহমেদ টিটুর মদদে কোটি কোটি টাকার মদ ও বিয়ারের আখড়া হিসেনে নগরীতে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবটি।
নগরবাসীর এমন চরম ক্ষোভের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুরো নারায়ণগঞ্জ ক্লাবে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ধ্বংস করে বিক্ষোভকারী হাজার হাজার লুটপাটকারী। এ সময় পালিয়ে যায় প্রভাবশালী গডফাদারের শ্যালক তানভীর আহমেদ টিটুসহ তার সহযোগী অপরাধী চক্র।
ক্লাবটির কোন পরিচালনায় কেউ না থাকায় এবার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যবসায়ী এম সোলায়মন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়ার সহ-সভাপতি পদে এসেছেন মাহমুদ হোসেন, সহ-সভাপতি পদে কাসেম জামান। এছাড়াও ইসি কমিটির ৩ সদস্য পদত্যাগ করায় নতুন সদস্য হলেন বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, মোহাম্মদ জুয়েল, ইকবাল হাবিব।
যাদের অনেকের বিরুদ্ধেও নগরীতে রয়েছে সমালোচনা গুঞ্জন।
Discussion about this post