ঢাকা বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাধারণ ডায়েরি করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় তিনি এই সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আড়াইহাজার উপজেলার পাচরুখী গ্রামের মৃত ইউসুফ আলী ফকিরের ছেলে ফকির আক্তারুজ্জামান ও তার ছেলে ফকির মাসরিকুজ্জামান, ফকির বদিউজ্জামানের ছেলে ফকির কামরুজ্জামান নাহিদসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর তাদের ব্যবসায়ীক পার্টনার হিসেবে ব্যবসা পরিচালনা করেন। শুধু তাই নয় তাদের মাধ্যমে সাবেক এই সংসদ সদস্য কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
উল্লেখিত ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারকে পরিচালনা করার জন্য তাদের ব্যক্তিগত তহবিল থেকে মোটা অংকের অনুদান প্রদান করেছেন। স্থানীয় সংসদ সদস্যের ছত্রছায়ায় তারা এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।
গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর এই চক্রটি আমার ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে লিখিত অভিযোগ দায়ের করছেন। বেগম আনোয়ার স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছেন তারা।
এই চক্রটি আমার জীবন নাশ করতে পারে বলে আমি মনে করছি। জীবনের নিরাপত্তা চেয়ে আড়াইহাজার থানায় আমি একটি সাধারণ ডায়েরি করেছি। সাধারণ ডায়েরী নাম্বার-২৪৯।
এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলামকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Discussion about this post