রূপগঞ্জে চাঁদার দাবিতে দেওয়ান আলী নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার পাশাপাশি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে আলামিন ও গোলাপ নামের দুই যুবকের বিরুদ্ধে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই আলামিন ও গোলাপ নামের দুই ব্যক্তি রূপগঞ্জের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছেন। এর আগেও এক দোকান থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করেন।
তারা দু’জনই সাবেক চেয়ারম্যান আলমাসের লোক বলে জানা গেছে। আলমাস চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা দায়ের হওয়ায় তিনি বর্তমানে এলাকাছাড়া। কিন্তু তার বাহিনী দিয়ে এখনো তিনি চাঁদাবাজি অব্যাহত রেখেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাটি শোনা মাত্রই পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে তারা আরও বিস্তারিত বলতে পারবে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।
Discussion about this post