নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের ইমাম ও খতিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা আব্দুল আওয়ালের ফেসবুক পেইজ হ্যাক হয়েছে।
৫৪ হাজার লাইক ও ১ লাখ ২৫ হাজার ফলোয়ার সম্পন্ন “শায়েখ মাওলানা আব্দুল আউয়াল সাহেব সমর্থক” নামে পেইটি হ্যাক হওয়ার কথা নিশ্চিত করেছেন মাওলানা আওয়ালের খাদেম মিজানুর রহমান মিলন ও পারভেজ আহমেদ।
মাওলানা আব্দুল আওয়ালের ওই ফেসবুক পেইজটিতে নিয়মিত ডিআইটি মসজিদের জুমার নামাজের খুতবার বয়ানসহ তাঁর বয়ানের ভিডিও দেওয়া হতো। তবে ১৬ মে থেকে পেইজটিতে উদ্ভট সব ভিডিও প্রকাশ করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই পেইজটি হ্যাক হয়েছে। ওই পেইজ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান মিলন ও পারভেজ আহমেদ।









Discussion about this post