বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনার এজাহার নামীয় আসামি নারায়ণগঞ্জের অপরাধ জগতের ডন খ্যাত আজমেরী ওসমানের সহযোগী ক্যাডার রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) রাতে ফতুল্লা থানার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকা থেকে দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
গ্রেফতার রফিকুল ইসলাম শিপলু ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকার ফিরোজ গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত ৯টার দিকে ফতুল্লা থানা সীমান্তের হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করে।
ওসি শরিফুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রফিকুল ইসলাম শিপলুর বিরুদ্ধে দুটি হত্যাসহ নারী নির্যাতন মামলা রয়েছে ।









Discussion about this post