নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত কিশোর পোশাক শ্রমিক রাসেল হত্যা মামলায় মহানগর শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল ও সাবেক যুগ্ম সম্পাদক আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে নগরীর খানুপর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পিবিআই এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এমন আটেকের বিষয়টি নিশ্চিত করেছে।
মোস্তফা কামাল রাশেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এজাহারভুক্ত আসামী নন। তবে সদর মডেল থানার হত্যা মামলাটির তদন্তে পিবিআই তাদের দু’জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। তাদের দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকায় গুলিবিদ্ধ পোশাক শ্রমিক মো. রাসেল। তিনি স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতো রাসেল। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন থাকাবস্থার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান রাসেল। তাকে তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়িতে দাফন করার পর মামরা দায়ের করা হয়।









Discussion about this post