বন্দর প্রতিনিধি :
দূদক কর্তৃক দূর্ণীতি বিরোধী পত্র হাতে পওেয়ার পর এবার জোরেমােরে মাঠে নেমেছে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ । এরই অংশ হিসেবে বন্দরের মদনগঞ্জ ইউনিয়ণ ভুমি অফিস পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার ২৯ অক্টেবর বেলা ১২ টার দিকে তিনি পরিদর্শণ করেন।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন মদনগঞ্জ ইউনিয়ণ ভুমি অফিসের রেকর্ড রুমের অবস্থা ঘুরে ঘুরে দেখেন এবং কিছু কাজের অনিয়ম দেখে চড়াও হয় ভুমি অফিসের সহকারি কর্মকর্তা দুলাল বাবুর উপর।
এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে বন্দর সহকারি কমিশনার (ভুমি) আফিফা খানকে আজকের মধ্যে কাজপত্র ঠিক বরার জন্য নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন বন্দর সহকারি কমিশনার (ভুমি) আফিফা খান।









Discussion about this post