নগর প্রতিনিধি :
মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাটকা পাচার রোধে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড স্টেশন পাগলা পরিচালিত এই বিশেষ অভিযানে প্রায় ২ হাজার ১০০ কেজি জাটকা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকা।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ১২টার দিকে কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ট্রাক চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়, যাতে মাছগুলো যথাযথভাবে কাজে লাগে এবং অপচয় না হয়।
কোস্ট গার্ড স্টেশন পাগলা সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশসহ গুরুত্বপূর্ণ প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাটকা শিকার ও পরিবহনের বিরুদ্ধে কোস্ট গার্ডের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।








Discussion about this post