সোনারগাঁও প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির পথসভা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।
হাড়কাঁপানো শীত উপেক্ষা করে রোববার দিনের পর রাত থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ কাঁচপুর বালুর মাঠ এলাকায় জড়ো হন, প্রিয় নেতাকে এক নজর দেখার প্রত্যাশায়।
রোববার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোনারগাঁয়ের কাঁচপুরে আয়োজিত এ পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, সোমবার প্ররথ লগ্নে ২৬ জানুয়ারি (অর্থাৎ রোববার দিবাগত মধ্য রাতে) উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে সোনারগাঁওয়ের জনসভায়।
রাত ১ টা ০৫ মিনিটের সময় সরেজমিনে দেখা যায়, সভাস্থল ও আশপাশের এলাকা ইতোমধ্যেই লোকে লোকারণ্য। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও সভায় অংশ নিতে ভিড় জমিয়েছেন।
জনসমাগমের কারণে পুরো এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে।
দলীয় নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় তারেক রহমান গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য রাখবেন।
একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলার ৩, ৪ ও ৫ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এই পথসভা শুধু একটি কর্মসূচি নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি দৃশ্যমান বহিঃপ্রকাশ। চেয়ারম্যান সাহেব আজ ৩-৪-৫ আসনের প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এ ধরনের জনসমাগম বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করে।
বিশেষ করে নির্বাচনের আগে প্রার্থীদের পরিচয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও নতুন আলোচনা সৃষ্টি করতে পারে।
সব মিলিয়ে, সোনারগাঁয়ের এই পথসভা বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।








Discussion about this post