প্রধান প্রতিবেদক :
একদিনের ব্যবধানে আবারও নারায়ণগঞ্জে এসে নির্বাচনী বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি ভোটারদের উদ্দেশে ১২ ফেব্রুয়ারি ভোরে তাহাজ্জত নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শহর ও জেলার সর্বত্র খাল খনন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।
গভীর রাতে শীত উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বক্তব্যে তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলার অন্যতম বড় সমস্যা হচ্ছে দুর্নীতি ও মাদক। কারা দুর্নীতি করেছে, কীভাবে করেছে—এ বিষয়ে জনগণ অবগত। একই সঙ্গে শহরের অন্তত ২০টি স্থানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বিশেষভাবে নারায়ণগঞ্জের খাল ও নদী দখল ও ভরাটের বিষয়টি তুলে ধরে বলেন, একসময় যেসব খাল-নালা এই জেলার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল, সেগুলো আজ অস্তিত্ব হারিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। বিএনপি সরকার গঠন করলে নারায়ণগঞ্জের সব ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের মাধ্যমে শহর ও জেলার প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।
তারেক রহমান বলেন, “শুধু খাল খনন নয়, ভেঙে যাওয়া রাস্তা, স্কুল, কালভার্ট পুনর্নির্মাণ করা হবে। নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মা-বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করাই হবে বিএনপির অন্যতম অঙ্গীকার।
দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, এই কার্ড মূলত মা ও গৃহিণীদের দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি মাসে সাত থেকে দশ দিনের জন্য নগদ অর্থ অথবা খাদ্য সহায়তা প্রদান করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৫–১৬ বছরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বারবার ডামি নির্বাচন হয়েছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে ভোটের দিন আজকের সমাবেশের মতো কেন্দ্রগুলোতে উপস্থিত থাকতে হবে। জনগণের অধিকার রক্ষার পাহারা জনগণকেই দিতে হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালামসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।








Discussion about this post