নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকায় জমিসংক্রান্ত বিরোধ কেড়ে নিল আরেকটি প্রাণ।
প্রতিপক্ষের মারধরে আহত হয়ে মুসা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিহত মুসা মিয়া ক্রোকেরচর এলাকার বাসিন্দা ও আরাফাত রহমানের পিতা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে সেই বিরোধের জের ধরে প্রথমে হাতাহাতি এবং পরে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে মুসা মিয়াকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একজন বয়স্ক মানুষের এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
স্থানীয়দের দাবি, সামান্য জমিজমা সংক্রান্ত বিরোধ সময়মতো সামাজিকভাবে মীমাংসা হলে এমন প্রাণহানির ঘটনা এড়ানো যেত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, নিহতের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একটি জমির বিরোধ, একটি বৃদ্ধের মৃত্যু—এই ঘটনা যেন আবারও প্রশ্ন তুলেছে, সামাজিক সহনশীলতা আর আইনের যথাযথ প্রয়োগ না হলে আরও কত প্রাণ এভাবে ঝরে যাবে ?








Discussion about this post