নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জের কুক্ষাত অপরাধী ভুমিদস্যু নির্লজ্জ সেই জয়নাল ওরফে আল জয়নালকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় একটি চাদাবাজির মামলায় গ্রেফতার করে থানায় নিয়া আসার সাথে সাথেই হুমড়ি খেয়ে পরে জয়নালের একাধিক স্ত্রী ও সন্তানসহ অন্যান্যরা।
মামলার সূত্র থেকে জানা যায়, সদর থানা এলাকার আল্লামা ইকবাল রোড়ের বাসিন্দা মোঃ ফারুক এর পুত্র আহমেদ জুবায়েরের বাড়ীতে নির্মান কাজ করা কালীন সময়ে ভুমিদস্যু মোঃ জয়নাল আবেদীন বারবার এই সম্পত্তি ক্রয় করতে তাগাদা দিয়ে আসছিলো । এতে ব্যর্থ হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে আসতেছিলো । এমন চাঁদা দাবীর ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় ভুমিদস্যু জয়নাল আবেদীন, তার সহযোগি খানপুর এলাকার এনসি সাহার পুত্র টিটু সাহা, পঞ্চবটির আবদুল খালেকের পুত্র মহিউদ্দিনসহ আরো ৮/১০ জন হামলা করে চাঁদা দাবী মারধর করে লুটপাট ও ভাংচুর করায় নারায়ণগহ্জ সদর থানায় মামলা দায়ের করলে শনিবার সকালে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুল হাই । তিনি বলেন আহমেদ জুবায়ের এর চাঁদাবাজি মামলায় জয়নালকে গ্রেফতার করা হয়েছে । অপর আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে । জয়নাল আবেদীনকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ।









Discussion about this post