‘শেখ হাসিনা কাউকে ভয় করেন না। কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন। ওরা যদি নির্বাচনে আসতে চায়, তাহলে নাকে খত দিয়ে আসবে। বিএনপির কি দৈন্যদশা । যুগ্ম মহাসচিব নারায়ণগঞ্জে আসেন, আর তার সঙ্গে থাকে ৯-১০ জন নেতাকর্মী। এরা ক্ষমতায় না থেকে এত কিছু করতে পারলে, ক্ষমতায় গেলে কি করবে একবার ভেবে দেখুন। যদিও তারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।’
এভাবেই বুধবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকার পার্কে আয়োজিত প্রস্তুতি সভায় সংসদ সদস্য শামীম ওসমান এমন বক্তব্য প্রদান করেন।
আগামী ৪ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ওরা আর কিছুদিন পর হায়েনার রূপ নেবে। লাশ ফেলা শুরু করবে। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, নারায়ণগঞ্জে যা করেছেন, ব্যাস শেষ। আর কইরেন না। আপনারা পুলিশ পেটাবেন, জনগণের জানমালের ক্ষতি করবেন, নারীদের শাড়ি খুলে ফেলবেন, আপনাদের কি বাড়িঘর নেই। জনগণ ক্ষেপে গেলে আপনাদের নারায়ণগঞ্জ থেকে খালি করতে ১০ মিনিটও সময় লাগবে না।
তিনি বলেন ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা, একজন মৃত পুলিশকে চাপাতি দিয়ে কোপাচ্ছে। যার ভিডিও আমরা সবাই দেখেছি। আড়াইহাজারে এক পুলিশ ভাইকে কোপানো হলো। তাকে যখন ভ্যানগাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তার ওপর হামলা করা হলো।
শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শামীম ওসমান আরো বলেন নিশ্চিন্ত থাকেন আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন। ওরা কেউ থাকবে না।
Discussion about this post