ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে দীর্ঘদিন বিভিন্ন থানায় কর্মরত ছিলেন ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ আদালতে সাক্ষি দিয়ে ঢফরার পথে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ সদর থানায় কর্মরত ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাসে করে একা ময়মনসিংহে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে এসআই মনিজ্জামান ও গাড়ির চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
ওসি মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরও বিস্তারিত বলা যাবে।
Discussion about this post